দেশের বর্তমান জনসংখ্যা ১৯ কোটি: ইসি তাহমিদা

নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেছেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে এক সংলাপে তিনি এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
তাহমিদা আহমদ বলেন, জনসংখ্যা নিয়ে বিবিএসের ডেটা প্রশ্নবিদ্ধ। একবার তারা যেটা প্রকাশ করল, পরে আবার সেটা কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে।
তিনি আরও লেন, আমরা যে ভোটার তালিকা করলাম বাড়ি বাড়ি গিয়ে, সেখান থেকে তথ্যটা পেয়েছি। এটা একদম ঠিক তথ্য। আমাদের লোকসংখ্যা হলো ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ বাইরে, প্রবাসী যেটাকে বলা হয়। শুধু ঢাকায় রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ।
জানা যায়, বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ দুপুর আড়াইটায় শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন ও গণমাধ্যমের নীতিমালা তৈরি, নির্বাচনকে স্বচ্ছ করতে গণমাধ্যমকর্মী বা ক্যামেরার উপস্থিতি বৃদ্ধিসহ কমিশনের পরিকল্পনার বাইরেও নির্বাচনের সময় যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দেন শিক্ষাবিদরা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: