আহমদ রফিকের মরণোত্তর দেহ দান

ছবি: সংগৃহীত
ভাষা সৈনিক, লেখক ও গবেষক আহমদ রফিকের ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের গবেষণার জন্য তার মরদেহ দান করা হয়েছে। এর আগে শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় মিনারে তার মরদেহ আনা হলে শ্রদ্ধা জানায় নানা শ্রেণী-পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
যে মাতৃভাষার জন্য লড়াই করেছিলেন তার স্মৃতির বেদী শহীদ মিনারে শেষ বারের মতো এলেন ভাষা সৈনিক আহমদ রফিক, মানুষের ভালবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি। ফুল হাতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বিশিষ্টজনরা বলছেন, তার গবেষণা ও চিন্তা চেতনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মাঝে বেঁচে থাকবে আহমদ রফিক।
শ্রদ্ধা শেষে শোক র্যালীর মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে। চিকিৎসা গবেষণার জন্য তিনি মরনোত্তর দেহ দান করে গেছেন।
আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়। ৫২'র ভাষা আন্দোলনের অগ্রসেনানী ছিলেন তিনি।
তিনি শতাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশ পদক পেয়েছেন। এছাড়া, কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে দিয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: