• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধপরিকর

প্রকাশিত: ১১:২৩, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধপরিকর

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচন না হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধপরিকর।

রবিবার সকালে (৯ নভেম্বর) রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলে। নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ১৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে।

এসময় আইন উপদেষ্টা আরও বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেওয়া হয় না। জামিন দেওয়া না দেওয়া বিচারিক ব্যাপার। 

বিভি/এআই

মন্তব্য করুন: