• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

প্রকাশিত: ২১:৫৫, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে দেশজুড়ে চলছে সহিংসতা ও নাশকতা। পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের সদর দফতর থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার ছিল। এবার তার সঙ্গে যুক্ত হলো বাড়তি সতর্কতা।

চিঠিতে বলা হয়েছে, দেশের সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় টহল বৃদ্ধি, মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, সব বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ও সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারের নির্দেশও দিয়েছে সংস্থাটি। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়ার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে চিঠিতে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2