• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নির্বাচনকে সামনে রেখে ইসির ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রকাশিত: ২২:২২, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনকে সামনে রেখে ইসির ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের ১২ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপন বলা হয়েছে, ১২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এ জন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি।

উল্লেখ্য, এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় নির্বাচন কমিশন।

এরই প্রস্তুতি হিসেবে মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে বদলি শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2