ইসির সংলাপ: প্রথম দিনেই ডাক পেলো যে ১২ দল
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুরু করা সংলাপ চলতি মাসে শেষ করতে চায় ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রথম দিনে সকাল ও বিকালের পর্বে ছয়টি করে দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে চলতি মাসে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা করা হয়েছে।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এবার রাজনৈতিক দলের সঙ্গে বসতে যাচ্ছে।
ইসির অনুমোদনের পর প্রথম দিন ১২টি দলকে সংলাপে ডাকা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বাহক মারফত দলের প্রধানের কাছে সংলাপের চিঠি পাঠাননো হয়েছে।
পাশাপাশি দলের দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সংলাপে সংশ্লিষ্ট দলের সর্বোচ্চ তিন জন করে প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, বৃহস্পতিবার সকাল ১০ থেকে ১২টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সংলাপে বসবে।
আর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর সঙ্গে বসবে ইসি।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে ইসির।
বিভি/টিটি




মন্তব্য করুন: