• NEWS PORTAL

  • রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

রাজনৈতিক দলগুলো চাইলে সরকার পারতো: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ০৮:৪৭, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০৮:৪৭, ১৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজনৈতিক দলগুলো চাইলে সরকার পারতো: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে সরকার সব ধরনের সমস্যার সমাধান করতে পারতো। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিস অডিটরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো সরকার নয়, এটা একটা পরিষদ। তাদের উদ্দেশ্যে মাহফুজ আলম বলেন, সব রাজনৈতিক দলের সমর্থনেই তো এই সরকার গঠন হয়েছিল।

উপদেষ্টা আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে কোনো কোনো দল স্ববিরোধী কাজ করছে।

গোলটেবিল আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা রয়েছে।

আলোচনায় অংশ নেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2