• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

দিল্লিতে নিরাপত্তা সংলাপ: দোভাল–খলিলুর বৈঠক

প্রকাশিত: ২১:০৬, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দিল্লিতে নিরাপত্তা সংলাপ: দোভাল–খলিলুর বৈঠক

ছবি: খলিলুর রহমান (বায়ে) ও অজিত দোভাল (ডানে)

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার (১৯ নভেম্বর) দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে দিল্লিতে অবস্থান করছেন খলিলুর রহমান। সফরসঙ্গী প্রতিনিধিদলসহ তিনি দোভালের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠক করেন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক্স–এ (সাবেক টুইটার) প্রকাশিত বার্তায় জানায়, আলোচনায় সিএসসির চলমান কার্যক্রম ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান খলিলুর রহমান।

সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দিল্লি যান খলিলুর রহমান। আগামী বৃহস্পতিবার হায়দরাবাদ হাউসে অনুষ্ঠেয় মূল সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2