• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

পোস্টার-ব্যানারে শীর্ষ দূষণকারীর তালিকা প্রকাশ করবে ডিএনসিসি

প্রকাশিত: ১৮:৪৪, ১৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৪, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পোস্টার-ব্যানারে শীর্ষ দূষণকারীর তালিকা প্রকাশ করবে ডিএনসিসি

ছবি: পোস্টার-ব্যানারে দূষণকারীরর তালিকা করছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পোস্টার-ব্যানারের মাধ্যমে কে কতোটুকু বর্জ্য তৈরি করছে তার ওপর জরিপ পরিচালনা করছে নগর প্রশাসন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে শীর্ষ দূষণকারী ব্যক্তি ও রাজনৈতিক দলের নাম প্রকাশ করবে সংস্থাটি। এই জরিপে বিএনপি ও জামায়াত সমর্থিত একাধিক প্রার্থী শীর্ষ দূষণকারী হিসেবে চিহ্নিত হয়েছে বলে নগর প্রশাসন সূত্রে জানা গেছে। এ তালিকায় রয়েছে বেশ কয়েটি ব্যবসা প্রতিষ্ঠানও।

সূত্র জানিয়েছে, গত অক্টোবরে নগরজুড়ে ১ লাখ ২৫ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে সিটি করপোরেশন। এভাবে প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হচ্ছে। প্রতিদিন অপসারিত এসব প্রচার সরঞ্জামের পরিমাপ করে কার দূষণ কতটুকু তা লিপিবদ্ধ করে রাখছে সিটি করপোরেশনের কর্মীরা। সব মিলিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন করবে ঢাকা উত্তর সিটি করপেরেশন। শুধু শীর্ষ দূষণকারীর পরিচয় প্রকাশই নয়, তাদের জরিমানার আওতায় আনার পরিকল্পনাও করছে নগর প্রশাসন।

এদিকে মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যানার-ফেস্টুনের মালিকদের সতর্কও করেছে সিটি করপোরেশন। এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৭ (সাত) দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সকল ব্যক্তি/প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি/ভবনের ছাদে/ দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে বর্ণিত ফলক/পোস্টার/ব্যানার/বিলবোর্ড/এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বাংলাভিশনকে বলেন, ‘আমরা প্রতিনিয়ত পোস্টার, ব্যানারের আবর্জনা পরিষ্কার করছি আর কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান লাগিয়েই যাচ্ছে। এটা এভাবে চলতে পারে না। যত্রতত্র লাগানো এসব পোস্টার-ব্যানার শুধু নগরীর সৌন্দর্যই নষ্ট করছে না, ব্যাপক প্লাস্টিক দূষণও করছে। এটা নগরের পরিবেশ ও মানুষের জন্য চরম ক্ষতিকর। তাই এবার আমরা এসব দূষণকারীদের সামাজের কাছে পরিচিত করে দেওয়া এবং জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছি। যেন মানুষই দূষণকারীদের ঘৃণা করতে শেখে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের দূষণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‘ঢাকায় দুই সিটি করপোরেশনের মালিকানা এবং বেসরকারি মালিকানায় অসংখ্য বিজ্ঞাপন বোর্ড রয়েছে। এখন ডিজিটালি প্রচারণারও অনেক সুযোগ রয়েছে। আমরা প্রার্থীদের অনুরোধ করবো তারা যেন একটি পরিবর্তনের অংশিদার হন। আমরা বহুদিন ধরে তাদের অনুরোধ করছি, তারপর তিরষ্কার করবো, তাতেও না হলে জরিমানা করবো। প্রয়োজনে প্রার্থীর নাম ধরে ধরে নির্বাচন কমিশনের অভিযোগ করবো। কোনোভাবেই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি এলাকায় আবর্জনা তৈরি করতে দেবো না।’

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2