• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্প পরবর্তী পর্যবেক্ষণ ও কার্যক্রম গ্রহণে এনডিআরসিসি’র নিয়ন্ত্রণ কক্ষ

প্রকাশিত: ১৮:৫৫, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৫, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্প পরবর্তী পর্যবেক্ষণ ও কার্যক্রম গ্রহণে এনডিআরসিসি’র নিয়ন্ত্রণ কক্ষ

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনার পরপরই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। 

শুক্রবার সকাল ১০টা ৩৮মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উক্ত ভূমিকম্পের ঘটনায় রাজধানীর বংশাল, আরমানীটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য বিভিন্ন সূত্র হতে পাওয়া গেছে। 

এনডিআরসিসি থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, উক্ত ভূমিকম্পে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়ে ৬০ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মর্মে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। 

ঢাকায় নিহতরা হলেন- রাফিউল ইসলাম (২১) (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী), আখতার (১৪) ও সবুজ (৩০)। মৃতদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2