• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

এতো শক্তিশালীভাবে ভূমিকম্প এর আগে অনুভব করিনি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রকাশিত: ১৯:১৫, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:১৫, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এতো শক্তিশালীভাবে ভূমিকম্প এর আগে অনুভব করিনি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে অনুভব করিনি। এটি বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুন ভবনে বিল্ডিং কোড মানা হলেও যে ভবনগুলো আগে তৈরি করা সেগুলোর বেশিরভাগই কোনো নিয়ম না মেনে গড়ে তোলা হয়েছে। রাজউকের পরিসংখ্যানে ৯০ শতাংশ ভবন বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটিয়েছে বলে যে তথ্য দেয় সেগুলো নিয়ে কাজ করা প্রয়োজন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সড়ক বা ভবন তৈরি করতে গিয়ে পরিবেশের যেন ক্ষতি না হয়। জলাশয় এবং পাহাড়ে আর হাত না দেওয়ারও আহ্বান জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2