• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

আসছে টানা ৩ দিনের ছুটি

প্রকাশিত: ১৭:৩৯, ২৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আসছে টানা ৩ দিনের ছুটি

সরকারি সব প্রতিষ্ঠান ও কিছু বেসরকারি প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি থাকে। ফলে সপ্তাহের বৃহস্পতিবার বা রবিবার কোনো কারণে ছুটি পেলে প্রায়ই টানা তিন দিন ছুটি ভোগের সুবিধা মেলে। এবার সেই সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।

এ বছর শেষ হতে আরও ১ মাসের বেশি সময় বাকি। এরমধ্যে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার। আর সেটি হলো বড়দিনের ছুটি। এরপর শুক্র-শনিবার সপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে চলতি মাস নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলছে।

চলতি বছর দুটি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এরমধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরসঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2