লন্ডন থেকে ঢাকার পথে ডা. জুবাইদা, পৌঁছাবেন সকালেই
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশে আসছেন তার বড় ছেলে তারেক রহমানে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ধারণা করা হচ্ছে, ডা. জুবাইদা শাশুড়ি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নিতে এসেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় ৬টার দিকে লন্ডনে বিমানবন্দর তার ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন একটি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জোবাইদা রহমানের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। পরে শাশুড়িকে দেখতে সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনযাত্রায়ও শরিক হতে পারেন চিকিৎসক জোবাইদা।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রবিবার রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে থাকে যুক্তরাজ্য নেওয়ার প্রস্তুতি চলছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: