• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে: তারিক চয়ন

প্রকাশিত: ২১:২৫, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে: তারিক চয়ন

কূটনীতিতে, বিশেষ করে দুটি দেশের সম্পর্ক নির্ধারণে একটি কথা সবসময়ই বেশ জোর দিয়ে বলা হয়। সেটি হলো 'পিপল টু পিপল রিলেশন' বা 'জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক'। আর, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সংস্কৃতি। ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন শনিবার (০৬ ডিসেম্বর) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন।

সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের একটি উক্তি স্মরণ করে তারিক চয়ন আরও বলেছেন, আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি। সংস্কৃতির মধ্য দিয়ে আমরা নিজেদের যেমন বুঝতে পারি, তেমনি একে অন্যকেও বুঝতে পারি। আশা করি, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সাংস্কৃতিক ছাড়াও সব দিক থেকেই এগিয়ে যাবে। 

কলকাতার নিউটাউনে "আর্টস একর - মিউজিয়াম অফ বেঙ্গল মডার্ন আর্ট" আয়োজিত 'আর্ট হাট ২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রসার ভারতীর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, সাবেক সচিব, তৃণমূল কংগ্রেসের সাবেক সাংসদ জহর সরকার; সুচিত্রা সেনের কন্যা, বলিউড অভিনেত্রী মুনমুন সেন; ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল, প্রখ্যাত চিত্রশিল্পী অমিতাভ সেনগুপ্ত, আর্টস একর এর এক্সিকিউটিভ ট্রাস্টি, বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2