• NEWS PORTAL

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

কর ফাঁকিবাজদের চিহ্নিত করে রাজস্ব আয় বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৯:২৭, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:২৭, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কর ফাঁকিবাজদের চিহ্নিত করে রাজস্ব আয় বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, করদাতাদের ওপর জুলুম বা নিপীড়ন করে নয়, কর-ফাঁকিবাজদের চিহ্নিত করার মধ্য দিয়ে রাজস্ব আয় বাড়ানো হবে। বিভিন্ন রকম ভ্যাট রেট ও জটিল আইনের কারণে কাঙ্ক্ষিত হারে ভ্যাট আহরণ বাড়ছে না বলে জানান তিনি।

ভ্যাট সপ্তাহ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, দেশে ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে ছয় লাখ ব্যবসা-প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন আছে, যা এতবড় দেশে যৌক্তিক নয়।

তিনি জানান, এই অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভ্যাট আদায়ে ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিভিন্ন রকমের ভ্যাট হার ও আইনি জটিলতার কারণে আয় কাঙ্খিতভাবে বাড়ছে না বলেও জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, জিডিপির অনুপাতে রাজস্ব আয় বৃদ্ধি না হওয়ার পথে করছাড় বড় বাধা হওয়ায় এ সুযোগ বাতিল করা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত ২২ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। নির্ধারিত সময় শেষে রিটার্ন জমার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যাবে, এমন আশা এনবিআর চেয়ারম্যানের।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2