নির্বাচনী ট্রেনে দেশ, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের একান্ত বৈঠক হয়।
সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা তারা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না বলেও আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি।
নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: