নির্বাচনের দায়িত্ব পালনে ফায়ার সার্ভিসের দাবি ১৯ কোটি টাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনের জন্য প্রায় ১৯ কোটি টাকার বাজেট চেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রয়োজনীয় জনবল, যানবাহন ও সরঞ্জাম প্রস্তুত রাখতে এই অর্থ বরাদ্দের জন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। একই চিঠির অনুলিপি পৌঁছেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছেও।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন-পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে ভোটের দিন ও পরবর্তী সময় পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মাঠে থেকে জেলা-উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেন। অগ্নি-নিরাপত্তা নিশ্চিত রাখা থেকে শুরু করে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের সর্বোচ্চ প্রস্তুতিও নিশ্চিত করতে হয়।
এই কার্যক্রম নির্বিঘ্ন করতে অধিদপ্তর ছয়টি খাতে ব্যয়ের হিসাব দিয়েছে। দৈনিক খোরাকি, আপ্যায়ন, মনিহারি, ব্যবস্থাপনা খরচ, মেশিন ও সরঞ্জাম ভাড়া; সব মিলিয়ে সবচেয়ে বড় ব্যয় ধরা হয়েছে পেট্রোল ও লুব্রিক্যান্টের জন্য, যার পরিমাণ ৭ কোটি ৪১ লাখ টাকা। মোট ব্যয় দাঁড়িয়েছে ১৯ কোটি ৯ লাখ ৩৮ হাজার ১২০ টাকা। এ বরাদ্দ অনুমোদনের অনুরোধ করা হয়েছে চিঠিতে।
নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন বাহিনী ও সংস্থার ভাতা ও লজিস্টিক ব্যয় সাধারণত নির্বাচন কমিশন বহন করে থাকে। সম্প্রতি আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠকে সব সংস্থার কাছ থেকেই বাজেট চেয়েছে ইসি। পর্যালোচনা শেষে কমিশন চূড়ান্ত অনুমোদন দেবে।
এদিকে, ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। সেদিনই রেকর্ড করা হবে সিইসির জাতির উদ্দেশে ভাষণ, যেখানেই ঘোষণা আসবে ভোটের তফসিল।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: