• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

নর্থ বেঙ্গল ও নাটোর সুগার মিলস থেকে ৩৩৬০ টন চিনি উৎপাদন

প্রকাশিত: ১৯:৫৭, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নর্থ বেঙ্গল ও নাটোর সুগার মিলস থেকে ৩৩৬০ টন চিনি উৎপাদন

নাটোর জেলার দুইটি চিনিকল- নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড ও নাটোর সুগার মিলস লিমিটেডে চলতি মৌসুমে এ পর্যন্ত ৮৩ হাজার ৬৩৩ টন আখ মাড়াই করে তিনহাজার ৩৬০ টন চিনি উৎপাদন করা হয়েছে।

এর মধ্যে ৩৪ তম আখ মাড়াই দিবসে জেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে ৫৪ হাজার ৪২৫ টন আখ মাড়াই করে দুই হাজার ৭৬০ টন চিনি উৎপাদন করেছে। 

অন্যদিকে সদর উপজেলায় অবস্থিত নাটোর সুগার মিলস লিমিটেডে ২০ তম আখ মাড়াই দিবসে ২৯ হাজার ২০৮ টন আখ মাড়াই করে ছয়শ’ টন চিনি উৎপাদনে সক্ষম হয়েছে।

নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুইলাখ টন আখ মাড়াই করে ১৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এই চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয় গত ৭ নভেম্বর।  

নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, আখ মাড়াই করে চিনি আহরণের হার সন্তোষজনক। মৌসুম শেষে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরনের বিষয়ে আশা প্রকাশ করেন।

অন্যদিকে চলতি মৌসুমে একলাখ ১০ হাজার টন আখ মাড়াই করে ছয়হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর সুগার মিলস লিমিটেডে ৪২তম আখ মাড়াই মৌসুম শুরু হয় গত ২১ নভেম্বর।

নাটোর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, উৎপাদনের সকল উপকরণের কার্যকর ব্যবহার নিশ্চিত করে চিনিকলের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2