• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

৫ ঘণ্টারও বেশি সময় পর চালু হয়েছে মেট্রোরেল চলাচল

প্রকাশিত: ২১:১৩, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৫ ঘণ্টারও বেশি সময় পর চালু হয়েছে মেট্রোরেল চলাচল

ফাইল ছবি

কর্মকর্তা-কর্মচারীদের পূর্ব ঘোষিত কর্মবিরতির কারণে ৫ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আবার চলতে শুরু করেছে মেট্রোরেল। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি। তিনি বলেন, রাত ৮টা ১৫ মিনিটে উত্তরা উত্তর থেকে চলাচল শুরু করেছে।

এর আগে, বেঁধে দেওয়া সময়ে ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশ না করায় পূর্বঘোষণা মতে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার বেলা ৩টা থেকে উত্তরার দিয়াবাড়িতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। পরে ক্ষুব্ধ আন্দোলনকারীরা তাকে কক্ষেই অবরুদ্ধ করে রাখেন। অনেক কর্মকর্তা–কর্মচারী এমডির কক্ষের সামনে অবস্থান নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2