• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

হাদির ছবি সম্বলিত হেলমেট পরেই প্যারাট্রুপিং করলেন আশিক চৌধুরী

প্রকাশিত: ১৪:৫২, ১৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদির ছবি সম্বলিত হেলমেট পরেই প্যারাট্রুপিং করলেন আশিক চৌধুরী

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে আকাশে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়তে আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন ৫৪ জন সাহসী প্যারাট্রুপার। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে আকাশ থেকে ঝাঁপ দিয়ে এই ইতিহাস গড়েন তারা।

এই টিমে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও। তিনি প্যারাট্রুপিংয়ের সময় একটি বিশেষ হেলমেট পরেছিলেন। যেটাতে দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি ছিল।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে গত রবিবার (১৪ ডিসেম্বর) জানানো হয়,  ৫৪ জনের দলে থাকা আশিক চৌধুরী তার জাম্পটি একটি বিশেষ আবেগের জায়গা থেকে উৎসর্গ করছেন। তিনি গুলিবিদ্ধ হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরে এই প্যারাসুট জাম্পে অংশ নেবেন।

ফেসবুক পেইজের এই বার্তায় বিজয়ের আনন্দঘন মুহূর্তে হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে ‌‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপারের এই বিশেষ মহড়া ও রেকর্ড গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। ঐতিহাসিক এই আয়োজন প্রত্যক্ষ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2