• NEWS PORTAL

  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন টাইগার যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

প্রকাশিত: ১৯:৪০, ১৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন টাইগার যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে টাইগার যুবারা। যদিও সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল আজিজুল হাকিম তামিমদের। বুধবার (১৭ ডিসেম্বর) শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর এতেই সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখী হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ১৯ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তানের যুবারা। যদিও, একইদিন আরেক সেমিতে মুখোমুখী হবে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে বাংলাদেশ যুবারা ৮৪ রান যোগ করে। দারুণ ছন্দে থাকা ওপেনার জাওয়াদ আবরার ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি করে চার ও ছক্কা আসে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিনি ৯৬ রানের ইনিংস খেলেছিলেন। নেপালের বিপক্ষে পেয়েছিলেন হার না মানা ফিফটি। তার সঙ্গী রিফাত বেগ ৩৬ রান যোগ করেন।

রানের আশা দিয়ে আউট হন বাংলাদেশের পরের দুই ব্যাটারও। অধিনায়ক তামিম তিনে নেমে ৪৮ বলে ২৯ রান যোগ করেন। চারে নামা কালাম সিদ্দিকী ৬০ বলে ৩২ রান তোলেন। বাংলাদেশের যুবারা ৩০তম ওভারে ১৬৩ রানে ৪ উইকেট হারায়। সেখান থেকে ১৭৮ রানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে স্কোরবোর্ডে ২২৫ রান তুলে অলআউট হয় গত বছর ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী তামিমরা। লোয়ারে উইকেটরক্ষক ফরিদ হাসান ২৯ রান যোগ করে লড়াই করার পুঁজি এনে দেন।

জবাব দিতে নেমে ইকবাল হোসেন ইমন ও সামিউন বাশিরের বোলিং তোপে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কার যুবা ক্রিকেট দল। তারা ২৬ রানে প্রথম উইকেট হারালেও ৪৪ রানে ৪ উইকেট হয়ে যায়। ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে বড় হারের পথে পা বাড়ায়। সেখান থেকে নবম উইকেট ৫৬ রানের জুটি গড়ে ম্যাচে ফেরে লঙ্কানরা। ছয়ে নামা চামিকা হেনাতিগালা ৬৭ বলে ৪১ রান যোগ করেন। আটে নামা আদম হিলমি ৩৮ বলে ৩৯ রান করেন। হিলমিকে আউট করে ইমন দলের জয়ের পথ সুগম করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে পেসার ইমন ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। বাঁ-হাতি স্পিনার শাহরিয়ার আহমেদ ১০ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সামিউন ২ উইকেট নেন। সাদ ইসলাম ও তামিম একটি করে উইকেট নেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2