• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ১৭:০৫, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৬, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি দূতাবাসগুলোকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়এই আয়োজনে বিদেশি দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালেয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ব্রিফিং-এ নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবে, তা তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

এছাড়া দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2