জুমার পর আবার উত্তাল শাহবাগ, হাদির জন্য মুনাজাতের পর শপথ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আবারও ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।
স্লোগানে স্লোগানে কম্পন উঠছে শাহবাগ মোড়ে। আন্দোলনকারীরা সেখানে জুমার নামাজ আদায় করেন। এরপর হাদিসহ জুলাই যোদ্ধা, নিহত-আহতসহ হাদির জন্য দোয়া করা হয়। এরপর সমস্বরে হাত তুলে শপথ করেন আন্দোলনকারীরা।
শপথে বলা হয়, হাদির খুনিদের বিচার করা না হলে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেব। প্রয়োজনে আমরা শহীদ হবো। আমরা এদেশ রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব। আমরা শপথ করছি ওসমান হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।
এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর পায় দেশ।
হাদির মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: