• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

আজই শাহবাগে নেওয়া হচ্ছে না হাদির মরদেহ, রাখা হবে হিমাগারে

প্রকাশিত: ১৮:৩১, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজই শাহবাগে নেওয়া হচ্ছে না হাদির মরদেহ, রাখা হবে হিমাগারে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেঁছে। তবে আজই শাহবাগে নেওয়া হচ্ছে না নিহত হাদিকে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে বিমানটি অবতরণ করে। বিমানবন্ধর থেকে হাদিকে বহনকারী গাড়ি হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।

ফেসবুক পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারে রাখার উদ্দেশ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দিকে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।

পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2