• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

এবার শিলিগুড়িস্থ বাংলাদেশ ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ২১:০৩, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:০৪, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এবার শিলিগুড়িস্থ বাংলাদেশ ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ভারতের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে দিনভর একের পর এক বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধের হুমকি দেয়। এই সহিংসতার জের ধরে কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতা-কর্মীরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত হয়। এরপর দুপুর ১২টার দিকে প্রতিবাদ মিছিল বের করে তারা। শহরের বিভিন্ন অংশ ঘুরে সে মিছিল পৌঁছে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে।

ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকার সঙ্গে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সেই সাইনবোর্ডও।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশাল পুলিশবাহিনী ভিসা সেন্টার ঘিরে ফেলে। এদিন উগ্র হিন্দুত্ববাদী এই দুই সংগঠনের কর্মসূচির জেরে আগে থেকেই বন্ধ করে দেওয়া হয় ভিসা সেন্টার। তারপরেও সংগঠন দুটির তরফে পাঁচজনের একটি প্রতিনিধি দল ভিসা সেন্টারে পুলিশের সঙ্গে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় যতদিন বাংলাদেশের হিন্দু ও হিন্দুদের মন্দির সুরক্ষিত না থাকবে ততদিন বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেওয়া হয় ভিসা সেন্টারে কর্তব্যরত কর্মীদের।

এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকেও ভারতীয়দের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2