• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

দেড় যুগ পর বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

প্রকাশিত: ১৫:২৯, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেড় যুগ পর বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

দেড় যুগের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পরদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেরেবাংলা নগরে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ৩টায় তার  বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের জন্য জিয়া উদ্যানের পথে রওনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে রওনা দেয়।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি নেতা সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপি নেতা তারেক রহমান। জনসমুদ্রে শুভেচ্ছা বিনিময়, বক্তৃতা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি। এরপর রাতে বিএনপি নেতা শুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2