• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজাস্থলে ছুটছে লাখো মানুষ, হাউমাউ করে কাঁদছেন অনেকে

প্রকাশিত: ১৩:১৮, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৮, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়ার জানাজাস্থলে ছুটছে লাখো মানুষ, হাউমাউ করে কাঁদছেন অনেকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউ অভিমুখে ছুটছে লাখো মানুষ। হাউমাউ করে কাঁদছে অনেকেই। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ও শ্রদ্ধা জানাতে মানুষের স্রোত ও ঢল নেমেছে।

ভোলা দৌলতখান থেকে লঞ্চে করে বিপুল সংখ্যক নেতাকর্মী সকালে সদরঘাট নেমে মানিক মিয়া এভিনিউয়ের পথে রওনা দিয়েছে। উপজেলা বিএনপি নেতা শাহজাহান সাজুকে কোথায় যাচ্ছেন জানতে চাইলে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার শোকে হাউমাউ করে কাঁদতে থাকেন। কথা বলতে পারেননি। এরূপ দৃশ্য অগণিত নেতা-কর্মীদের মাঝে।

বেগম খালেদা জিয়ার কফিনের পাশে কোরআন তিলাওয়াত করেছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ী এখন জানাজাস্থল অভিমুখী।

এদিকে আজ সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে আনা হয় বেগম খালেদার মরদেহ। গুলশানে ১৯৬ নম্বর বাসায় যেখানে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উঠেছেন সেখানে খালেদা জিয়ার মরদেহ আনা হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়াকে। পাশেই  ফিরোজা নামে বাড়ী। যেখানে বেগম খালেদা জিয়া বসবাস করতেন।

আজ দুপুর ২ টায় মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত আসছে। জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্যণীয়। 

বেগম খালেদা জিয়াকে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। ইতোমধ্যে এখানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব মুফতি আবদুল মালেক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2