• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলেই শাস্তি, অধ্যাদেশ জারি

প্রকাশিত: ১৩:২৫, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৬, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলেই শাস্তি, অধ্যাদেশ জারি

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার মাঠ ও শিশু পার্কের আশপাশে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ এই বিধান যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনের মাধ্যমে এটি কার্যকর করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার স্থান ও শিশু পার্কের চারপাশে ১০০ মিটারের মধ্যে কোনো ব্যক্তি তামাক বা তামাকজাত পণ্য বিক্রি করতে বা বিক্রিতে সহায়তা করতে পারবেন না।

এছাড়া সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রয়োজনে সাধারণ কিংবা বিশেষ আদেশের মাধ্যমে এই নিষিদ্ধ এলাকার পরিসীমা আরও বাড়াতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।

নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই অপরাধ পুনরায় সংঘটিত হলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে বলে অধ্যাদেশে জানানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2