• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

কারওয়ানবাজার ও আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ

প্রকাশিত: ১৩:৪১, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪২, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কারওয়ানবাজার ও আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢল নেমেছে মানুষের। যে কারণে কারওয়ানবাজার থেকেই যানচলাচল বন্ধ হয়ে গেছে, হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ। শ্যামলী, ৬০ ফিট রোড ও তালতলাসহ আশপাশের সব পথে মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে ধাবিত হচ্ছে। আগারগাঁও থেকে মিরপুরমুখী ডানের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজারের দিক থেকে জানাজাস্থলের পথে যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও হেঁটে মানুষ জানাজা স্থলের দিকে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোল চত্বর, তেজগাঁও রেলগেট এসব এলাকায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হেঁটে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে যাচ্ছে।

বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের যেমন ভিড় বেড়েছে তেমনি তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

সরেজমিনে দেখা যায়, শিশুমেলা, শেরে বাংলা নগর থানা এলাকা, তালতলা, আগারগাঁও নির্বাচন কমিশন ভবন এলাকার মূল সড়ক, অলিগলিতে সারি সারি রাখা দূরপাল্লার সব যানবাহন। যেসব যানে চড়ে রাতে ও সকালে ঢাকায় নেমেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2