• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

সবার সহযোগিতায় অবাধ-সুষ্ঠু নির্বাচন করা সম্ভব: সিইসি

প্রকাশিত: ১১:০৭, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:০৮, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সবার সহযোগিতায় অবাধ-সুষ্ঠু নির্বাচন করা সম্ভব: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। সবার সহযোগিতায় অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সোমবার (৫ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই-বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারাদেশে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রবিবার বিকেল পাঁচটায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। বাছাইয়ে মোট এক হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন।

মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিল করা আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে বলে জানা গেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2