• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

সুরভীর বিষয়ে খোঁজ নিয়ে যা জানালেন আসিফ নজরুল

প্রকাশিত: ১৭:৩৩, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সুরভীর বিষয়ে খোঁজ নিয়ে যা জানালেন আসিফ নজরুল

গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই আন্দোলনের যোদ্ধা তাহরিমা জামান সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৫ জানুয়ারি) আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে সুরভীর খোঁজ নেওয়ার বিষয়টি জানান।

পোস্টে আইন উপদেষ্টা বলেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’

এদিকে, আজ গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সুরভীর দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানি শেষে আদালতের বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেফতার করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2