জুলাই বিপ্লবের সময় লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের সময় থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি, যেগুলো ভোটের আগে উদ্ধার করা জরুরি। মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, হারিয়ে যাওয়া এসব গোলা-বারুদ উদ্ধার করা গেলে, মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকার নির্দেশনা দেন তিনি। নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা-নিরপেক্ষতা-স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে কাজ করতে হবে, যাতে নির্বাচনের উৎসব আমেজ অব্যাহত থাকে।
বিভি/এসজি




মন্তব্য করুন: