• NEWS PORTAL

  • বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ ইসি, অভিযোগ প্রার্থীদের

প্রকাশিত: ০৮:৫৩, ১৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ ইসি, অভিযোগ প্রার্থীদের

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনী কার্যক্রম থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্যের নেতারা। এদিকে, জাতীয় পার্টির মহাসচিব শামিম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি ভোটে যাবে কি না সেই সিদ্ধান্ত এক মাত্র দলের, এই বিষয়ে অন্য কারো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই।

নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রার্থীরা অভিযোগ করেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের মঙ্গলবার চতুর্থ দিনের মত শুনানি করেছে নির্বাচন কমিশন। চতুর্থ দিনে ৭০ টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে। ৫৩ টি মঞ্জুর ও ১৭ টি নামঞ্জুর হয়েছে। ৪ দিনে মোট ২০৪ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। 

বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও না মঞ্জুরও হয়েছে কয়েকজন প্রার্থীর। আপিল শুনানির পর গণমাধ্যমে তারা অভিযোগ তুলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে। 

এদিন বিকালে জুলাই ঐক্যের প্রতিনিধি দল, জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। ৫ আগস্টের পরে দাবি পূরণ হচ্ছে না বলে অভিযোগ করেন। 

এদিকে, জাতীয় পার্টির মহাসচিব শামিম হায়দার পাটয়ারী জানান, জাতীয় পার্টি ৫টি আপিলের মধ্যে ৫টিই বৈধতা পেয়েছে। তিনি বলেন, হীন উদ্দেশ্যে জাতীয় পার্টিকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখার চেষ্টা চলছে। 

আপিল শুনানি পর্যবেক্ষণে মঙ্গলবার নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: