কাস্টমস জটিলতার জন্য যে ইস্যুকে দায়ী করলেন এনবিআর চেয়ারম্যান
কাস্টমস জটিলতার কারণ হিসেবে অবৈধ ঘোষণা দিয়ে পণ্য আনাকে দায়ী করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত সভায় সংস্থাটির চেয়ারম্যান বন্ড অটোমেশনকে উদাহরণ হিসেবে টেনে বলেন, স্বচ্ছতা নিশ্চিতে আগামীতে রাজস্ব আদায়ের সকল তথ্য অনলাইনভিত্তিক করতে চায় এনবিআর।
তিনি বলেন, সরকারের চাহিদামতো যেমন কর আদায় সম্ভব নয়, তেমনি সকল করদাতাকে খুশি করাও অসম্ভব। তবে, এনবিআরের সকল সেবাকে বৈষম্যহীন করার চেষ্টা চলছে।
রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করে বাণিজ্য সুবিধা বাড়াতে স্থানীয় শিল্পের সুরক্ষা ছাড়া সকল আমদানি পণ্যে শুল্ক কমানোর কথাও জানান এনবিআর চেয়ারম্যান।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: