• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

পে স্কেল বাস্তবায়ন কবে হবে, জানালেন উপদেষ্টা ফাওজুল কবির খান

প্রকাশিত: ১৩:৪৩, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পে স্কেল বাস্তবায়ন কবে হবে, জানালেন উপদেষ্টা ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খণিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, পে-স্কেল বাস্তবায়নে সুপারিশ নয়, রিপোর্ট গ্রহণ করা হয়েছে। এ নিয়ে কাজ করছে একটি কমিটি। তিনি বলেন, পে স্কেলের রিপোর্ট বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে না। এ ধরনের পে কমিশন পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। 

উপদেষ্টা বলেন, নতুন সরকার এসে যেন অচলাবস্থায় না পড়ে। সেভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে গণমাধ্যম যেন ভুলভাবে ব্যাখ্যা না করে।

তিনি দাবি করেন, হ্যাঁ ভোটের জন্য ব্যয় সরকারের নিজস্ব বাজেট দিয়ে চালানো হচ্ছে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে খরচ বহন করা হচ্ছে। সামরিক বাহিনীর সরঞ্জাম উৎপাদনে জমি বরাদ্দ দিয়েছে সরকার। এর ফলে সরকারের ডিফেন্স ব্যয় কমবে।  

এছাড়াও পবিত্র রমজান উপলক্ষে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ও এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: