• NEWS PORTAL

  • বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

উত্তরা কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫৬, ২৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
উত্তরা কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বুধবার বিকাল ৫টা ৩৮ মিনিটে ১১ নম্বর সেক্টরের ওই কাঁচাবাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিভি/এআই

মন্তব্য করুন: