এক যুগেরও বেশি সময় পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু
ছবি: সংগৃহীত
এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচি শহরের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে আজ থেকে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকার স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে গিয়ে, করাচির স্থানীয় সময় রাত ১১টায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। এ ফ্লাইটের জন্য ১৬২ আসনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে।
এর মাধ্যমে বাংলাদেশের যাত্রীদের জন্য দীর্ঘদিন পর পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের সুযোগ তৈরি হলো।এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-করাচি-ঢাকা রুটে শুরুতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইটগুলো চলাচল করবে।
এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ ২০১২ সালে এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর ঢাকা-করাচি রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা নেওয়া হয়।
বিভি/এআই



মন্তব্য করুন: