যুক্তরাষ্ট্রের গুয়াম বিমান ঘাঁটিতে আগস্টের মাঝামাঝিতে ক্ষেপণাস্ত্র হামলা, উত্তর কোরিয়ার ঘোষনা
আগস্টের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের গুয়াম সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারির মাঝেই এবার উত্তর কোরিয়ার এ ঘোষণা আসলো।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পরিকল্পনাটি শিগগিরই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের অনুমোদনের জন্য পাঠানো হবে। তার অনুমতি পেলেই গুয়াম ঘাঁটিতে মাঝারি পাল্লার চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। ক্ষেপণাস্ত্রগুলো জাপানের ওপর দিয়ে গুয়ামে আঘাত হানবে। এরআগে, মঙ্গলবার পরমাণু কর্মসূচি বন্ধ না করলে উত্তর কোরিয়াকে সমুচিত শিক্ষা দেয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোণাল্ড ট্রাম্প। পাল্টা হুমকিতে বুধবারই গুয়াম সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া। পরে আজ সকালে নতুন করে আগষ্টে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার কথা জানায় পরমাণু ক্ষমতাধর দেশটি।
মন্তব্য করুন: