৭ পর্বের ধারাবাহিক নাটক - চরিত্র: নেতা
৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘চরিত্র: নেতা’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৩৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেে মাহফুজ আহমেদ, তিশা, নিপুন, মামুনুর রশিদ, ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মফিজ মিয়া (মামুনুর রশিদ)। নির্বাচনের বিজয় মিছিল শেষ না হতেই জানা যায় তার একমাত্র মেয়ে সুইটিকে (নিপুন) অপহরন করা হয়েছে। সভাপতি সাহেব সাংবাদিক সম্মেলন করে তার মেয়ের গুম হওয়ার ঘটনায় তিনজনের নাম প্রকাশ করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দীদের বাইরে এই তালিকায় যুক্ত হয়েছেন- গ্রামের সাহসী যুবক হিসেবে পরিচিত আনিস (মাহফুজ আহমেদ)।
রহস্য যখন ঘনীভূত, তখন শহর থেকে আসে এক প্রাইভেট ডিটেকটিভ (তিশা)। সে নানা ছদ্মবেশে খুঁজে বের করার চেষ্টা করে মূল অপহরনকারীকে। ভোট পরবর্তী নানা হিংসা ও প্রতিহিংসার ঘটনা নিয়ে এগিয়ে যাবে নাটকের কাহিনী।
[embed]https://www.youtube.com/watch?v=LigwAKXof6E[/embed]
মন্তব্য করুন: