আর্ন্তজাতিক বিরতির পর আবারো শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবল
আর্ন্তজাতিক বিরতির পর আবারো শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবল। স্প্যানিশ লা লিগায় রাত পৌনে একটায় বার্সেলোনা খেলবে এসপানিয়লের বিপক্ষে। বিকাল সাড়ে পাঁচটায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে লেভান্তের। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানইউ, ম্যানসিটি, চেলসির মতো বড় দলগুলো।
নেইমার পিএসজিতে চলে যাওয়ায় স্ট্রাইকিং দুর্বলতা কাটাতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০ বছর বয়সি ফ্রেঞ্চ ফরোয়ার্ড উসমান ডেম্বেলেকে দলে ভেড়ায় বার্সা। এমএসএন যুগ শেষ হওয়ায় মেসি, সুয়ারেজের সাথে ডেম্বেলে যোগ দেয়ায় শুরু হচ্ছে এমএসডি যুগের। চোট কাটিয়ে মাঠে ফিরেছেন লুইস সুয়ারেজ।
মৌসুমে প্রথমবারের মতো পুরো শক্তির দল পাচ্ছেন কোচ আর্নেস্তো ভালভার্দে। টানা দুই ম্যাচ জিতে উজ্জিবিত বার্সা ডার্বি ম্যাচে এসপানিয়লকে হারাতে চায় বড় ব্যবধানে। তবে দুর্ভাগ্য রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের। পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞা পুরনে আরো দুই ম্যাচ বাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
ইনজুরিতে পড়েছেন দানি সেবায়োস। এখনো সুস্থ হতে পারেননি ভারানে, কাসেমিরো ও কেইলর নাভাস। নিষেধাজ্ঞা কাটিয়ে অধিনায়ক সার্জিয়ো রামোসের ফেরাটাই স্বস্তি জিদানের জন্য। আসেনসিও, ইসকোদের ভরসায় লেভান্তের বিপক্ষে জয় আশা করছেন তিনি। মৌসুমের প্রথম ম্যাচে জয় ও পরের ম্যাচে ড্র করে রিয়াল।
মন্তব্য করুন: