সাকিবকে বিশ্রামে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষনা করেছে বিসিবি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে হতাশ করায় বাদ পড়েছেন নাসির হোসেন। তবে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও শুভাশিষ রয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল ঘোষনার সময় জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি নিলেও, সাকিব চাইলে খেলতে পারবেন দ্বিতীয় টেস্ট। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ। টাইগাররা এবার লড়বে বিদেশের মাটিতে। নয় বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান হঠাৎই টেস্ট থেকে ছয় মাসের ছুটি চাওয়ায় দল নির্বাচনে বড় সমস্যায় পড়তে হয় নির্বাচকদের। দলের সেরা ক্রিকেটারকে ছাড়াই দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বিসিবি। প্রধান নির্বাচক জানিয়েছেন বাউন্সি উইকেটে দুর্বলতা থাকায় নাসিরকে বাদ দেয়া হয়েছে এবং দলে ফিরিয়ে আনা হয়েছে মাহমুদুল্লাহ'কে।
প্রধান নির্বাচক আশা প্রকাশ করেছেন, টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের ছুটি নিলেও, মত পরিবর্তন করবেন সাকিব। খেলবেন দ্বিতীয় টেস্টে।
দক্ষিন আফ্রিকার বাউন্সি ও সিমিং কন্ডিশন বিবেচেনায় চট্টগ্রাম টেস্টের তিন পেসার তাসকিন, মুস্তাফিজ ও শফিউলের সাথে দলে নেয়া হয়েছে রুবেল হোসেন ও শুভাশিষ রয়কে। তবে ব্যাটিংয়ে টপঅর্ডারে থেকে যাচ্ছে সমস্যা। শুধু বাঁহাতিদের নিয়ে অস্ট্রেলিয়া সিরিজে সমস্যায় পড়লেও, টপ অর্ডারে ডানহাতি যোগ্য ব্যাটসম্যান পাননি নির্বাচকরা।
প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট ছাড়াও তিন ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে প্রথম টেস্ট ও ৬ অক্টোবর ব্লুমফ্ন্টেইনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
মন্তব্য করুন: