তৃতীয় ধাপে ভোট হবে যে ১০০৭ ইউপিতে

তৃতীয় ধাপে ১০০৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে ২৮ নভেম্বর। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এই ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা’র সভাপতিত্বে কমিশন সভা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
আরও পড়ুন:
কুমিল্লায় বিজিবি মোতায়েন
স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু
তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল বৃহস্পতিবার
১০টি পৌরসভায় একই দিনে ভোট হবে বলে জানান ইসি সচিব। সেই ক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।
প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপি’র ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপি’র ভোট হবে ১১ নভেম্বর।
দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপি’র নির্বাচন উপযোগী ইউপি’র ভোট ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছে ইসি।
তৃতীয় ধাপের নির্বাচন হতে যাওয়া ইউপির তালিকা দেখুন:
[/embed]
মন্তব্য করুন: