• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ময়লার গাড়ির ধাক্কায় নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা দিলেন মেয়র আতিক

প্রকাশিত: ১৯:৩৯, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
ময়লার গাড়ির ধাক্কায় নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা দিলেন মেয়র আতিক

নিহত আহসান কবির খান

ঢাকা উত্তর সিটি করপোরশেনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৪৫) নিহতের ঘটনায় তাঁর পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা দিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। এই আর্থিক সহায়তার পাশাপাশি নিহতের দুই সন্তানের পড়াশুনার দায়িত্বও গ্রহণ করেছেন মেয়র।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এই তথ্য জানান ডিএনসিসি’র জনসংযোগ কর্মকতা আবুল বাসার মো. তাজুল ইসলাম।

তিনি জানান, ময়লার গাড়ির ধাক্কায় নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা, নিহতের নিজ বাড়ি পিরোজপুরে মরদেহ পরিবহন ও যাতায়াতের জন্য একটি ফ্রিজারভ্যান এবং একটি মাইক্রোবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়াও ডিএনসিসি মেয়র নিহতের নবম ও চতুর্থ শ্রেণিতে অধ্যায়নরত দুই সন্তানের লেখাপড়ার দায়িত্বভার‌ও গ্রহণ করেছেন।

বিভি/এসএইচ

বিভি/এসএইচ/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2