• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সার্ক ফোয়ারায় অবাক পানি, পান্থপথে সবাক জলাবদ্ধতা! (ভিডিও)

প্রকাশিত: ১৬:৪১, ৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১৮:১০, ৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ

রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সার্ক ফোয়ারা থেকে গলগল করে পানি বেরুচ্ছে। কী হয়েছে, বুঝে উঠবার আগেই পানিতে ফোয়ারা সংলগ্ন পান্থপথের পূর্ব অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অথচ আকাশে একরত্তি বৃষ্টি নেই। বরং পৌষের শীতের কাঁপুনির সংগে প্রকৃতিও বেশ রুক্ষ এখন। তবু জলাবদ্ধতায় নাকাল নগরবাসী।

সোমবার (৩ জানুয়ারি) ভোররাতে সার্ক ফোয়ারা'র স্থাপনার দেয়ালে ফাটল দেখা দেয়। তখন থেকেই ফাটল গলিয়ে পানি পড়তে থাকে। দিন গড়িয়ে বিকাল হলেও পানি নিঃসরণ বন্ধে এবং জলাবদ্ধতা নিরসনে কাউকে সক্রিয় হতে দেখা যায়নি। ওয়াসা কর্তৃপক্ষও নির্বিকার বলে মন্তব্য অনেক পথচারীর।

 

সার্ক ফোয়ারা পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ এবং পথচলতি কয়েকজন প্রত্যক্ষদর্শীও একই তথ্য জানিয়েছেন। 

সরজমিনে দেখা যায়, সার্ক ফোয়ারা'র পশ্চিম পাশের একটি অংশের দেয়াল ফেটে পানি গড়াচ্ছে। এতে ওই অংশের রাস্তার বিটুমিনও উঠে গেছে। ইতিমধ্যে সড়কে কয়েকটি গর্তেরও সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক বিভাগের একজন কর্মকর্তাও।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা এখনও সমাধানের ব্যবস্থা করেনি। এভাবে তো রাস্তা নষ্ট হচ্ছে। 

এই বিষয়ে ওয়াসা'র কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বিভি/এসএইচ/রিসি 

মন্তব্য করুন: