• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩:৫৪, ১৯ জুন ২০২২

ফন্ট সাইজ
ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

আকস্মিক বন্যার খবর প্রতিনিয়ত রাখার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজ কার্যালয়ে সাফ চ্যাম্পিয়ন-২০২১ বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি বিষয়ে বলেন, ‘বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে মধ্যাঞ্চলের পাশাপাশি দক্ষিণাঞ্চলও প্লাবিত হবে। মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি জীবনযাত্রাও যাতে অব্যাহত থাকে সেদিকে সজাগ থাকতে হবে।’

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দলকে আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশের সব অঞ্চলের শিশুদের খেলার জন্য প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে, আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে পুরস্কারজয়ী দলকে আর্থিক সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2