• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

দেশের আকাশে দেখা গেছে চাঁদ, ১০ জুলাই ঈদুল আজহা

প্রকাশিত: ১৯:৩৭, ৩০ জুন ২০২২

আপডেট: ১৯:৫৬, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
দেশের আকাশে দেখা গেছে চাঁদ, ১০ জুলাই ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যের আকাশে আগের দিন চাঁদ দেখা গিয়েছিল। সৌদি আরব ও আরব আমিরাত যখন ৯ জুলাই ঈদুল আজহার ঘোষণা দিয়েছিল, তখনই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঈদুল আজহার তারিখ অনুমিত হয়ে গিয়েছিল। সেই অনুমান আজ ঘোষিতভাবে এলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তারই হিসাব মতে, আগামী ১০ জুলাই (রবিবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষ এ ঘোষণা দেওয়া হয়। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করে কমিটি।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আওয়াল হাওলাদার। ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা যাওয়ায় ১ জুলাই থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। 

গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৯ জুলাই।

আরও পড়ুন:

বিভি/এনএম/এজেড/এনএ

মন্তব্য করুন: