ঢাকা জেলার সংসদীয় আসন সংখ্যায় পরিবর্তন আনতে চাচ্ছে ইসি

আগামী ২০২৩ সালের ডিসেম্বরে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আসন সংখ্যাও বাড়তে পারে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সংসদীয় আসনে হাত দেয়ার ইঙ্গিত দিয়েছে ইসি।
এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তুলনা করে ঢাকা জেলার আসন সংখ্যা বাড়বে। আবার আগের চেয়ে কমলে সংসদীয় আসন কমতেও পারে।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মো.আলমগীর বলেন, ঢাকার জনসংখ্যা বাড়লে জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়বে। আর আগের চেয়ে কমলে আসন সংখ্যাও কমবে। জনসংখ্যার প্রতিবেদন পেলে সীমানা পুনর্নির্ধারণ হবে জানিয়ে তিনি বলেন, ঘরোয়া কাজ শুরু করে দিয়েছি। বর্তমানে ডাটা সংগ্রহ করছি, কোথায় কয়টা আসন, কত ভোটার সংখ্যা ইত্যাদি।
এখন অপেক্ষায় পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত প্রতিবেদন দিলে, তারা একটা প্রতিবেদন দিয়েছে। কিন্তু আমরা ইউনিয়ন, ওয়ার্ড ও জেলা ভিত্তিক দেওয়ার জন্য বলেছি। তারা জেলা ভিত্তিক প্রতিবেদন দিয়েছে।
আইন অনুযায়ী, প্রশাসনিক প্রশাসনিক অখণ্ডতাকে প্রাধান্য নিতে হবে উল্লেখ করে এই কমিশনার বলেন, এরপর জনসংখ্যার বিষয়টি আনতে হবে। তবে কোথায় কোথাও জনসংখ্যার বিষয়টি বিবেচনায় আসতে পারে। তথ্য সংগ্রহ করছি। বিশ্লেষণ এখনো শুরু হয়নি। জনসংখ্যাটা যেটা দেখেছি তাতে প্রতি আসনে ৫ লাখ ৫০ হাজার হয়। এতে খুব একটা পরিবর্কত হয় না। হয়তো হলেও দুই একটাতে পরিবর্তন করতে হবে। কোন জায়গায় লাগবে পরীক্ষা করে এখনো দেখিনি।
মো. আলমগীর আরও জানান, বর্তমানে ঢাকায় ২০টা আসন আছে। জনসংখ্যা বেড়ে গেলে বাড়বে। কমলে কমবে। তবে রিঅ্যারেঞ্জমেন্ট খুব একটা হবে বলে মনে হয় না। ঢাকা বিভাগে সংসদীয় আসন ৭০টি। তবে ঢাকা জেলায় বর্তমানে সংসদীয় আসন রয়েছে ২০টি।
বিভি/এইচকে/এজেড
মন্তব্য করুন: