• NEWS PORTAL

  • সোমবার, ২৬ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি নিয়ে যা জানালেন প্রেস

প্রকাশিত: ২৩:২৪, ২৫ মে ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি নিয়ে যা জানালেন প্রেস

ছবি: ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের নেতাদের বলেছেন- নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। রবিবার (২৫ মে) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, বিভিন্ন পার্টির লিডাররা প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কারের বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন। 

বিভি/এমআর

মন্তব্য করুন: