• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে যা বললেন সেনাপ্রধান (ভিডিও)

প্রকাশিত: ১৬:২১, ২১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৭:০৬, ২১ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ

মিয়ানমার ইস্যুতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে, সেনানিবাসের সেনামালঞ্চে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা র্শীষক সেমিনারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান একথা জানান। 

এ সময় তিনি বলেন, মিয়ানমার সীমান্তে হামলার ব্যাপারে দেশটির সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মিয়ানমার সেনাবাহিনীর কোন অংশগ্রহণ নেই এবং হামলায় অন্য গোষ্ঠী জড়িত বলে মিয়ানমার সেনাবাহিনীর দাবির কথাও এসময় উল্লেখ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

তবে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনাবাহিনী সব কিছুই পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানিয়েছেন। সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে আপডেট জানানোর কথাও বলেন সেনাপ্রধান।

আরও পড়ুন: বাবার পরিচয় ছাড়াই যৌনকর্মীর শিশুর জন্ম নিবন্ধনের সুপারিশ প্রতিমন্ত্রীর

বিভি/এজেড

মন্তব্য করুন: