জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়, সারাদেশে দুর্ভোগ

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
কোন গ্রিডে সমস্যা দেখা দিয়েছে তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে ঢাকা জেলার ইস্টার্ন পাওয়ার প্লান্টে সমস্যা দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপাতত দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি। ঢাকার কাছে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চলে এসেছে।
পিডিবি জানায়, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
আরও পড়ুন: আটা, ময়দা, সুজির সাথে রং, সুগন্ধি মিশিয়ে তৈরি হচ্ছে প্রসাধনী (ভিডিও)
বিভি/এমআর
মন্তব্য করুন: